হযরত ওমরের পথ অনুসরণ করে দেশ চালাচ্ছেন শেখ হাসিনা : মতিয়া

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের পথ অনুসরণ করে শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেছেন, ‘সারাদেশ যখন ঘুমায়, বিশ্ব যখন ঘুমায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তখন হযরত ওমরের পথ অনুসরণ করে রাত জেগে থাকেন, যেন সাধারণ মানুষ ভালো থাকে।’

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন স্কুল-মাদরাসার মেধাবী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণের সময় এসব কথা বলেন মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘হযরত ওমরের সঙ্গে তুলনা দেই না। তবে শেখ হাসিনা ওমরের পথ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে দেশ তখন এগিয়ে যায়।’

প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আল্লাহ যেন শেখ হাসিনাকে তাঁর কর্মের মাধ্যমে চিরজীবী করেন, অমরত্ব দান করেন।’

বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসূলের পথ অনুসরণ করেন বলেই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তার ছেলে পলাতক আসামি তারেক জিয়ার সঙ্গে স্কাইপে কথা বলতে পারেন। ইচ্ছে করলে শেখ হাসিনা প্রযুক্তির মাধ্যমে তা বন্ধ রাখতে পারেন।’

মতিয়া চৌধুরীর সঙ্গে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিল, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতিয়া চৌধুরী নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির টপ-টোয়েন্টি ও টপ টেন এএসসি পরীক্ষার্থীর মাঝে এক হাজার করে টাকা, ৮ম শ্রেণির টপ টেন শিক্ষার্থীর মাঝে থ্রিপিস, ৯ম শ্রেণির টপ চার শিক্ষার্থীর মাঝে শাড়ি ছাড়াও প্রতি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ২৫০টি করে শাড়ি, ১৫০টি করে ট্রাউজার ও ১৫০টি করে শার্ট বিতরণ করেন।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.