প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে জামায়াতের আমির বলেন, “অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করবো।” তিনি আরও বলেন, “আমরা কারও ফাঁদে পা দিব না, মাথা নতও করবো না, তবে সীমালঙ্ঘনও করবো না। দু-এক দিনের মধ্যে সুখবর পাবেন, আশা করি।”
তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। দেশি-বিদেশি গণমাধ্যম ব্যবহার করে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই করতে হবে।”
এদিন বিকেল সোয়া ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।
এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদও সংলাপে উপস্থিত ছিলেন, তবে তিনি তালিকায় নাম না থাকায় প্রবেশ করতে পারেননি।