বগুড়ায় মমিনুল ইসলাম রকি (৩৩) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের হাটখোলা বাজারে গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মমিনুল ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফাঁপোড়ের মণ্ডল পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং রাজনীতির পাশাপাশি ব্যবসা করতেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের খালাতো ভাই শাহাদত হোসেন সনি জানান, এলাকার মাদকাসক্ত ও বখাটে ছেলেরা আমার ভাইকে মেরেছে। আমার ভাই তাদের খারাপ কাজে বাঁধা দিত। এর জের ধরে তারা আমার ভাইকে খুন করেছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, রকি হত্যার বিষয়ে তাৎক্ষণিক সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। হত্যার পরপরই ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে।