আজ পর্দা উঠছে টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের এবারের আসরের। কিন্তু শুক্রবার (২৩ জুলাই) আনুষ্ঠানিক উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগেই বরখাস্ত করা হলো আসরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কর্মকর্তা কেন্টারো কোবায়াশিকে।
সম্প্রতি কেন্টারো কোবায়াশির ১৯৯৮ সালের এক আপত্তিকর ভিডিও সামনে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা আন্তর্জাতিক অলেম্পিক কমিটি। প্রায় দুই দশকেরও বেশি সময় আগে ধারণকৃত এ ভিডিওতে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি হত্যাকাণ্ড নিয়ে ব্যঙ্গ করছেন কেন্টারো। অবশ্য এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ক্ষমাও চেয়েছেন।
অলিম্পিকের এবারের আসরে মোট ৫০টি ডিসিপ্লিনে অংশ নেবেন ২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ। লড়বেন ৩৩৯টি স্বর্ণ পদকের জন্য। জাপানের অলিম্পিক স্টেডিয়ামে এবারের আসরের পর্দা উঠবে। আসরের পর্দা নামবে আগামী ৮ আগস্ট।