ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ প্রতিরোধে দুই সপ্তাহের কঠোর লকডাউন দিয়েও নিয়ন্ত্রণে আসেনি করোনা পরিস্থিতি। মৃত্যু ও শনাক্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। দেশে এখন পর্যন্ত মোট মৃত্যু ছাড়িয়েছে ১৮ হাজার।
সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ২৩১ জন। রবিবার (১৮ জুলাই) প্রকাশিত তথ্যে এই সংখ্যা ছিল ২২৫। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৮ হাজার ১২৫ জন।
২৪ ঘণ্টায় মৃত্যু : ২৩১
মোট মৃত্যু: ১৮ হাজার ১২৫
শনাক্ত : ১৩ হাজার ৩২১
মোট শনাক্ত: ১১ লাখ ১৭ হাজার ৩১০
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৪০ হাজার ১২ জন
শনাক্তের হার: ২৯.৫৯ শতাংশ
মৃত্যুর সংখ্যার পাশাপাশি বেড়েছে করোনা শনাক্তও। গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৩২১ জনের। শনাক্তের হার ২৯.৫৯। রবিবার (১৮ জুলাই) প্রকাশিত হিসেবে করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৭৮ জনের। শনাক্তের হার ছিল ২৯.৯ শনাক্ত । এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৬৭ জন এবং ৪৬ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ১৮ জনের মৃত্যু হয়েছে বাসায়। মৃতদের মধ্যে ৭৩ জন ঢাকার, ৪৩ জন চট্টগ্রামের, ১৬ জন রাজশাহীর। ৫৭ জন খুলনায়, ৮ জন সিলেট, ১৭ জন রংপুর, ১১ জন ময়মনসিংহের এবং ৬ জন বরিশালের।
ঢাকা: ৭৩
চট্টগ্রাম: ৪৩
রাজশাহী: ১৬
খুলনা: ৫৭
রংপুর: ১৭
বরিশাল: ৬
সিলেট: ৮
ময়মনসিংহ: ১১
করোনায় শেষ ২৪ ঘণ্টাতেও পুরুষের মৃত্যু নারীর তুলনায় বেশি।
পুরুষ: ১৩৬
নারী: ৯৫
বয়সভিত্তিক বিশ্লেষণে ৯১-১০০ এর মধ্যে ৪ জন, ৮১-৯০ এর মধ্যে ১৭ জন, ৪৪ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে, ৭৪জনের বয়স ৬১-৭০ এর মধ্যে। এছাড়া ৪৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ৩৩ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ৯ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে ৬ জনের বয়স এবং একজনের বয়স ১১-২০ এর মধ্যে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।