করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে গণটিকা কার্যক্রম। বিশেষ উদ্যোগে রোববার (১৮ জুলাই) সকাল থেকে পোশাক শ্রমিকদের টিকা দিচ্ছে সরকার। প্রথম দিন গাজীপুরের চারটি কারখানার ১০ হাজার শ্রমিক টিকা পেয়েছেন। সোমবার (১৯ জুলাই) সকাল থেকে শ্রমিকদের আবারও টিকা দেওয়া শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, প্রথম দিন (১৮ জুলাই) ১০ হাজারের বেশি শ্রমিককে মডার্নার টিকা দেওয়া হয়েছে। কারখানার সব শ্রমিককে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।
এর আগে গত রোববার গাজীপুরের কোনাবাড়ি এলাকায় তুসুকা ডেনিম লিমিটেডের কারখানায় টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, মার্কস অ্যান্ড স্পেন্সারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক, গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং উপস্থিত ছিলেন।
টিকাদান কার্যক্রমের প্রথম দিন চারটি পোশাক কারখানার (স্প্যারো অ্যাপারেলস লিমিটেড, রোজ সুয়েটারস, তুসুকা ডেনিম এবং তুসুকা ট্রাউজার্স লিমিটেড) মোট ১০ হাজার শ্রমিককে করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে অগ্রাধিকার ভিত্তিতে পোশাকশ্রমিকদের সম্মুখসারির যোদ্ধা হিসেবে বিবেচনায় রেখে টিকাদান কর্মসূচির আওতায় আনার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দেয় বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।