করোনাভাইরাস প্রতিরোধী টিকার জন্য নিবন্ধনের ১০ দিনের মাথায় এসএমএস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার টিকাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। ঈদের আগেই তিনি টিকা নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরা এসএমএস পাওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ঈদের আগেই টিকা নেবেন খালেদা জিয়া। তবে টিকাকেন্দ্রে নয়, বাসায় থেকে টিকা নিতে চান বিএনপি চেয়ারপারসন।
গত ৮ জুলাই টিকা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়েসুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। নিবন্ধনে টিকার কেন্দ্র নির্বাচন করা হয় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
টিকার জন্য নির্ধারিত তারিখ কবে নির্ধারণ করা হয়েছে জানতে চাইলে এ জেড এম জাহিদ বলেন, ‘ম্যাডাম এসএমএস পেয়েছেন। ঈদের আগেই টিকা নেবেন। তবে আমরা চাচ্ছি, তিনি যেন বাসা থেকেই টিকা নিতে পারেন সেই ব্যবস্থা করার। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট যেভাবে ছড়িয়ে পড়েছে, এ অবস্থায় তার বাসার বাইরে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, এসএমএসে খালেদা জিয়ার টিকা দেয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৯ জুলাই। আর ঘরে থেকেই যেন টিকা দিতে পারেন তার জন্য মহাসচিব সরকারের এক মন্ত্রীর সাথেও কথা বলছেন।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন তার গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে এখনও খালেদা জিয়ার করোনা–পরবর্তী চিকিৎসা চলছে।