বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি. হাস এর নাম ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। মার্কিন সিনেটে তার নিয়োগ অনুমোদন পেলে বর্তমান রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন তিনি। শুক্রবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তার সঙ্গে ভারত, চিলি ও ফ্রান্সেও যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূতদের নাম ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পিটার হাস একজন পেশাদার কূটনীতিক। বর্তমানে তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণলায়ের ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী। একইসঙ্গে তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক মুখ্য উপ-সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের পাঁচ ভৌগলিক ব্যুরোর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ভারতের মুম্বাইয়ে মার্কিন কনস্যুলেট জেনারেলে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি লন্ডন, জাকার্তা, বার্লিন, রাবাতে মার্কিন মিশনে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রদূত আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।