করোনাভাইরাস প্রতিরোধী যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত মডার্না এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা বিবিআইবিপি-করভি টিকা প্রয়োগের পরিকল্পনা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়েছে, মডার্না টিকা দেওয়া হবে সিটি করপোরেশন এলাকায় আর জেলা উপজেলায় দেয়া হবে সিনোফার্মের টিকা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার (৫ জুলাই) জানিয়েছেন, ২৫ লাখ টিকা তাপমাত্র জটিলতার কারণে টিসি করপোরেশন এলাকায় দেয়া হবে বলে জানিয়েছেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়। আগামী সপ্তাহ থেকে টিকা দেয়া শুরু হবে। আর চীন থেকে কেনা সিনোফার্মের টিকা দেয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।’
মডার্নার টিকা মাইনাস ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। এ কারণে এ টিকা দেয়া হবে সিটি করপোরেশন এলাকায়। সিটি করপোরেশন এলাকার আওতায় থাকা সাধারণ মানুষ এই টিকার আওতায় আসবে।
তিনি আরও বলেন আর সিনোফার্মের ভ্যাকসিন রাখা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে। তাই জেলা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেয়া হবে।
টিকা নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, দুই এক দিনের মধ্যেই রেজিস্ট্রশন শুরু করে গণটিকা কার্যক্রম আবারও চালু করা হবে। করোনাভাইরাস প্রতিরোধী টিকা সংকটের কারণ দেখিয়ে গত ৫ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
- এ পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৭২ লাখ ৮০ হাজার ১৩১ জন।
- এর মধ্যে দুই ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে ৪২ লাখ ৯০ হাজার ৯৬৪ জন।
- আর শুধু প্রথম ডোজ পেয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন।
এছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৭১ হাজার ৮ ও দুই ডোজ পেয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ ছাড়া ফাইজারের টিকার প্রথম ডোজ পেয়েছেন ১ হাজার ৮৬৬ জন।
মডার্না-
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো মডার্নার প্রথম চালানে আসে শুক্রবার রাত সাড়ে এগারোটার পরপর সেখানে ছিল ১৩ লাখ টিকা। শনিবার সকাল সাড়ে আটটায় ১২ লাখ টিকা নিয়ে আসে আরেকটি বিশেষ ফ্লাইট। অর্থাৎ বাংলাদেশের জন্য দুই দফায় মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠালো যুক্তরাষ্ট্র।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ করোনার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২২ জুন হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
সিনোফার্ম-
শুক্রবার রাতে, চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা বিবিআইবিপি-করভি প্রথম চালানে আসে ৯ লাখ। শনিবার ভোরে আসে আরও ১১ লাখ। সব মিলিয়ে মোট আসে ২০ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা।।
চীন থেকে সিনোফার্মের যে দেড় কোটি ডোজ টিকা বাংলাদেশ কিনছে, তার অংশ হিসেবে এসব টিকা এসেছে। বাকিটা আগামী তিন মাসে আসার কথা রয়েছে।