দেশে করোনা ভাইরাসে মৃত্যু বাড়ছেই। টানা সাতদিন একশ’ ছাড়িয়েছে দৈনিক মৃত্যু। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় দেশে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৪ জন।
এই সংখ্যা এখন পর্যন্ত দেশে করোনায় দৈনিক মৃত্যুতে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪ হাজার ৯১২ জন।
• ২৪ ঘণ্টায় মৃত্যু : ১৩৪
• মোট মৃত্যু: ১৪ হাজার ৯১২
• শনাক্ত : ৬ হাজার ২১৪
• মোট শনাক্ত: ৯ লাখ ৩৬ হাজার ২৫৬
• নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২২ হাজার ৬৮৭ জন।
• শনাক্তের হার: ২৭.৩৯ শতাংশ
মৃত্যু সংখা বাড়লেও গত ২৪ ঘন্টায় কমেছে শনাক্ত। অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৬ হাজার ২১৪ জনের। শনাক্তের হার ২৭.৩৯।
শুক্রবার (২ জুলাই) প্রকাশিত হিসেবে এর আগের ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয় ৮ হাজার ৪৮৩ জনের। তখন করোনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ১২ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১০৭ জন এবং ২০ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ৭ জনের মৃত্যু হয়েছে বাসায়।
২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৯ জন মারা গেছেন খুলনায়। এরপর ঢাকায় ৩৮ জন। রাজশাহীতে করোনায় মারা গেছেন ২৩ জন, রংপুরে ১৫ জন এবং চট্টগ্রামে ১১ জন। এছাড়া ময়মনসিংহে ৪ জন, বরিশালে ৩ জন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।
মহামারি শুরুর পর থেকে দেখা গেছে, নারীর তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি। গেলো ২৪ ঘণ্টাতেও তাই ঘটেছে। ১৩৪ জনের মধ্যে পুরুষ মারা যান ৮৪ জন এবং নারী ৫০ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ৬৫ জন ষাটোর্ধ্ব, ৩০ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ২৪ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ১০ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ বছরের মধ্যে ৪ জন ও ১১-২০ বছরের মধ্যে একজন মারা যান।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।