র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি এতে জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। আমরা জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে আছি। বড় কোনো ঘটনা ঘটে যাওয়ার আগেই আমরা ব্যবস্থা নিচ্ছি।’
২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ২০ জন দেশি-বিদেশি নাগরিক ও পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। সাগর-রুনি হত্যা তদন্ত নিয়ে র্যাবের ডিজি বলেন, ‘আমরা গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবো।’ কিশোর গ্যাংগুলোর বিরুদ্ধে র্যাবের অভিযানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি পরিবার থেকে সন্তানের প্রতি আরও নজর দেবে। পাশাপাশি সমাজ ও শিক্ষাঙ্গনকে এগিয়ে আসতে হবে। যারা কিশোরদের গ্যাংয়ে রূপান্তর করছে সেইসব পৃষ্ঠপোষকদেরও ছাড় দেওয়া হবে না।