দীর্ঘদিনের বন্ধু বিল গেটসের ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন ধনকুবের ওয়ারেন বাফেট। বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের ফাউন্ডেশনের ট্রাস্টি পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বার্তা সংস্তা রয়টার্সের বরাতে জানা যায়, বিল এবং মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদের পর তাদের ফাউন্ডেশনে এমনিতেই ধাক্কা লেগেছিল। এবার বার্কশায়ার হ্যাথওয়ের কর্ণধার বাফেট সরে দাঁড়ানোর ঘোষণার পর ফাউন্ডেশনটি নতুন করে সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৩ জুন) এক বিবৃতিতে বাফেট (৯০) বলেন, আমার লক্ষ্যগুলো ফাউন্ডেশনের সঙ্গে শতভাগ সমন্বয় সাধন করেছে। নিজের প্রতিষ্ঠিত কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের সব শেয়ার দাতব্য এই সংস্থায় দেওয়ার অর্ধেক পথে পৌঁছেছেন বলেও জানিয়েছেন তিনি। বার্কশায়ার হ্যাথওয়ের মাধ্যমে ব্যাবসায়িক ক্ষেত্রে তার সাম্রাজ্য গড়ে তোলা বাফেটের দানের পরিমাণ কম নয়। গত ১৫ বছরে নিজের সম্পত্তি থেকে ২ হাজার ৭০০ কোটি ডলারেরও বেশি অর্থ বিভিন্ন সংস্থায় দান করেছেন তিনি। বার্কশায়ার হ্যাথওয়ের সমস্ত শেয়ারও দান করার ইচ্ছে তার।