মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দেশটির পূর্ব উপকূলে ‘ফুল শিপ শক ট্রায়ালস’ পরিচালনা করছে। এর অংশ হিসেবে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডের কাছে ১৮ হাজার ১৪৩ কেজি বিস্ফোরক রেখে ফাটানো হয়েছে। রবিবার (২০ জুন) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালে শত্রুর টর্পেডো, মাইন কিংবা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ কতটুকু সামাল দিতে পারে এই রণতরী সেটিই পরীক্ষা করা হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় জাহাজটি সামান্য কাত হলেও ডুবে যায়নি। এই বিস্ফোরণের ফলে তিন দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।