কোপা আমেরিকায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় শুরু ম্যাচটি হয়। প্রথমার্ধের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গুইদো রদ্রিগেজ। এ সময় বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে রদ্রিগেজ বল পেয়ে হেড নেন দূরের পোস্টে। বল পোস্টে লেগে জালে আশ্রয় নেয়। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল।
তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা। কোপার ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এখন এই আর্জেন্টাইন মহাতারকা মেসি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলেছে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় কেউই গোলের দেখা পায়নি। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তৃতীয় ম্যাচে ২২ জুন মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ে ও ২৯ জুন মঙ্গলবার একই সময়ে বলিভিয়ার মুখোমুখি হবে মেসিরা।