সুবিধাগুলো
* প্রশিক্ষণ কোর্সগুলো সম্পূর্ণ বিনা মূল্যে।
* প্রশিক্ষণার্থীদের কমপক্ষে ৮০ শতাংশ উপস্থিত থাকতে হবে।
* প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে এককালীন দৈনিক যাতায়াত বাবদ ১০০ টাকা ও টিফিন বাবদ ৫০ টাকা প্রদান করা হবে।
* প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।
* কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন বা কর্মসংস্থানের সহায়তা করা হবে।
* কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন ও প্রসারে ব্যাংকঋণ প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।
শর্তগুলো
* সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের নারী।
* কমপক্ষে এসএসসি পাস।
* আবেদনপত্রে যোগাযোগের জন্য প্রথম যে নম্বর দেওয়া হবে, সেটি অবশ্যই নিজের ন্যাশনাল আইডি দিয়ে নিজের নামে রেজিস্ট্রিকৃত সিম থেকে হবে।
* প্রশিক্ষণ শেষে যাঁরা সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ, শুধু তাঁদের কাছ থেকেই আবেদন আহ্বান করা যাচ্ছে।
*একজন প্রার্থী একটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
*নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ নিতে এবং সম্পন্ন করতে প্রশিক্ষণে ১০০ শতাংশ উপস্থিত থাকার আগ্রহ থাকতে হবে।
*সংখ্যালঘু/ ক্ষুদ্র জাতিগোষ্ঠী/ প্রতিবন্ধী/ বিধবা নারীদের অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করা হবে।
*যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলো অনাবাসিক, সেহেতু যাঁরা নিয়মিত এবং সময়মতো, অর্থাৎ পুরো মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন।
*প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশগ্রহণের সময়সূচি নির্ধারণ ও অন্য সব বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।