আজ বুধবার (২০ আগস্ট) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলে রাখা যায় তা নয়।” খবর আল জাজিরার।
এর আগে, নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যালবানিজকে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগে আক্রমণ করেন। তবে বার্ক বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সোজাসুজি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। সোমবার (১৮ আগস্ট) অস্ট্রেলিয়া ইসরায়েলের কট্টর-ডানপন্থী রাজনীতিক সিমচা রোথমানের ভিসা বাতিল করে। এর পাল্টা হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের ভিসা বাতিল করেছে।
গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ১৯ হাজারই শিশু।