বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে আজ মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টায় এই অবরোধ শুরু হয়। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
ছাত্র-জনতার ব্যানারে আন্দোলন করা হচ্ছে। আজ পঞ্চম দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়েছে। এর আগের ৪ দিনও বেলা সাড়ে ১১টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে ৭ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়ে।
সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে। সড়ক বন্ধ থাকায় অবরোধস্থলের দুইদিকে যাত্রীবাহী বাসসহ শতশত যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষকে। রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পর্যটনকেন্দ্র কুয়াকাটার সবরকম যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম সিকদার বলেন, সমস্যা নিরসনে আলোচনা চলছে। আশা করি দ্রুত অবরোধ উঠে যাবে। এদিকে আন্দোলনকারীদের দাবি স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার হবে না।