মঙ্গলবার (১৫ জুলাই) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা।
এতে বলা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই পুনর্জাগরণ বিষয়ে ইতিহাস, চেতনা ও দেশপ্রেম তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মাউশির ওয়েবসাইট www.dshe.gov.bd থেকে বা নির্ধারিত লিংকগুলো থেকে সংশ্লিষ্ট ডকুমেন্টারি সংগ্রহ করে প্রযোজ্য দিন ও সময়ে সেসব ভিডিও সব শিক্ষার্থীকে দেখানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা এই নির্দেশনা এরইমধ্যে দেশের সব অঞ্চলের পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই সংঘটিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নেতৃত্বে যে বিপুল আন্দোলন গড়ে উঠেছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে। সেই আন্দোলনের স্মৃতিকে ধরে রাখতেই সরকার এ বছর থেকে ‘জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই পুনর্জাগরণ সপ্তাহ’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে এই ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।