প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৩১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯৬ জনই বাংলাদেশি।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পরিচালিত একটি বিশেষ অভিযানে ১০০-এর বেশি বিদেশিকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। অভিযানে দেখা যায়, মোট ১৩১ জন বিদেশিকে আটকানো হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক।
বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, গত শুক্রবার কেএলআইএ-এর টার্মিনাল ওয়ানে এই অভিযান চালানো হয় এবং ৩০০ জনেরও বেশি বিদেশিকে তল্লাশি করা হয়।