ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে মামলায়, দুই জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। মামলার বাকী চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির আবেদনও করা হয়েছে। চার্জশিট দাখিল হওয়া দুজন হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও হাসান আল মামুন।
ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে। অন্য তিন জন হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফি।
সোমবার (১৪ জুন) মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান কোতয়ালী থানায় দায়ের করা মামলার চার্জশিটটি দাখিল করেন। কোতয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারী ও শিশু) মো. শরীফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। এরপর গত বছরের ২১ সেপ্টেম্বর বাদী কোতয়ালী থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন ওই শিক্ষার্থী।