চলতি বছর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলের বিস্তারিত তথ্যে দেখা যায়, এবার ঢাকা বোর্ডে সবেচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর সবচেয়ে কম অনুপস্থিতি ছিল চট্টগ্রাম বোর্ডে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বোর্ডওয়ারি ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।
পরিসংখ্যানে দেখা গেছে, অনুপস্থিত শিক্ষার্থীর দিক থেকে সবচেয়ে বেশি ছিল ঢাকা বোর্ডে ৩ হাজার ২৪৮ জন। এরপর রয়েছে দিনাজপুর বোর্ডে ২ হাজার ৮৩৩ জন, যশোর বোর্ডে ২ হাজার ৬৩৯ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৮২ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ২৫১ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৭৭১ জন, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৬০৩ জন, সিলেট বোর্ডে ৭৯৪ জন এবং সবচেয়ে কম অনুপস্থিত ছিল চট্টগ্রাম বোর্ডে ৬৪৫ জন।
এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।