বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক গৃহবধূ ও তার শ্বশুরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে তাদের হত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বুধবার (৯ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম।
নিহতরা হলেন- আফতাব আলী (৬০) ও তার পুত্রবধূ রিভা আক্তার (২৫)। আফতাব আলী গ্রামের বাড়িতে রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান বর্তমানে সৌদি আরবে প্রবাসে রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতের খাবারের পর আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে রিভার ৫ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মায়ের নিথর মরদেহ দেখে কান্নাকাটি শুরু করে। পরে স্বজনরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং থানা পুলিশের যৌথ দল কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে আফতাবকে দড়ি দিয়ে এবং রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। তবে হত্যার পেছনে পারিবারিক বিরোধ, পূর্ব শত্রুতা কিংবা চুরির উদ্দেশ্যে হামলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।