অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে আয়োজিত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘টপ অ্যান্ড টি–টোয়েন্টি ২০২৫’-এর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আয়োজক নর্দার্ন টেরিটরি ক্রিকেট বোর্ড। ১১ দলের এই প্রতিযোগিতা শুরু হবে ১৪ আগস্ট, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট।
এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল, যারা খেলবে টুর্নামেন্টের ছয়টি ম্যাচ। গতবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি। এবার সেই জায়গায় ‘এ’ দলকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ সূচি:
১৪ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান শাহীনস
২৩ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স
অন্যান্য চারটি ম্যাচের সূচিও শিগগিরই বিসিবির পক্ষ থেকে জানানো হবে। বাংলাদেশ সময় প্রতিদিন বিকেল ৩:৩০টা (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) থেকে শুরু হবে ম্যাচগুলো। তবে ২৩ আগস্টের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির ছবি ফাঁস!
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ: পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও বাংলাদেশ ‘এ’।