স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের ওপর অনেক বাজে আচরণ করছেন। উনি সবসময় খুব ভদ্র থাকেন, কিন্তু শেষে দেখা যায়, সেসবের কোনো বাস্তবতা নেই।”
তিনি আরও বলেন, “পুতিন অনেক মানুষকে হত্যা করছেন—যাদের অনেকে তার নিজের সেনা, আবার অনেকে ইউক্রেনের।”
সিনেটের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা বিল সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি এটি গভীরভাবে পর্যালোচনা করছি।” তবে পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি আপনাদের আগেভাগে কিছু বলব না। একটু চমক থাকা উচিত, তাই না?”
এ সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এদিকে ইউক্রেন প্রসঙ্গে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “ইউরোপ কখনোই ইউক্রেনকে ছেড়ে দেবে না।” তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে একটি “জোট” গঠন করে ইউক্রেনের পাশে থাকবে।
ম্যাক্রোঁ বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করব যুদ্ধবিরতি ও টেকসই শান্তিচুক্তির জন্য, কারণ ইউক্রেনের মাটিতে আজ আমাদের সম্মিলিত নিরাপত্তা ও মূল্যবোধ হুমকির মুখে।”
মঙ্গলবার ট্রাম্প আরও জানান, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও অস্ত্র পাঠানো হবে এবং সেগুলো মূলত প্রতিরক্ষামূলক অস্ত্র হবে।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রে অস্ত্র মজুত কমে যাওয়ায় কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন “ক্ষমতাগত পর্যালোচনা” করছে।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে ট্রাম্প যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছিলেন। তবে এখন পর্যন্ত পুতিনের সঙ্গে একাধিক ফোনালাপ করেও যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি আনতে পারেননি তিনি।
গত মে মাসে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা সরাসরি আলোচনায় বসে বন্দি বিনিময় নিয়ে সমঝোতায় পৌঁছালেও এখনও যুদ্ধবিরতির কোনও সুনির্দিষ্ট চুক্তি হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেন, “ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য আলোচনার তারিখ জানানো হলেই আমরা তা ঘোষণা করব। আমরা আশাবাদী, তারিখ শিগগিরই নির্ধারিত হবে।”
এদিকে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের শহরগুলোর ওপর দূরপাল্লার হামলা বাড়িয়েছে এবং বিভিন্ন ফ্রন্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ডাচনে গ্রাম দখল করেছে।