বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। এখানেই মারা গেছেন ৬৮ জন, যাদের মধ্যে ২৮ জন শিশু। কাউন্টির একটি নদীতীরে অবস্থিত খ্রিস্টান মেয়েদের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প ছিল এই শিশুদের অবস্থানস্থল। ওই ক্যাম্পের অন্তত ১০ জন কিশোরী এবং তাদের একজন কাউন্সেলর এখনো নিখোঁজ রয়েছেন।
বন্যায় বিধ্বস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার কাজ চলছে। কের কাউন্টিতে এখন পর্যন্ত অন্তত ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাদের কারো পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যতক্ষণ না প্রত্যেক নিখোঁজ মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত উদ্ধার কার্যক্রম থামবে না।
তিনি আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়ের আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
ট্রাম্প জানিয়েছেন, তিনি রাজ্যটির প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং পরিস্থিতির ভয়াবহতা নিজের চোখে দেখতে শুক্রবার টেক্সাস সফরে যেতে পারেন।
তিনি বলেন, যেটা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। টেক্সাসবাসী ভয়াবহ এক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমরা তাদের পাশে আছি। সূত্র: বিবিসি