এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ২০২৪-২৫ অর্থবছরের অনুদান প্রক্রিয়া নিয়ে চলচ্চিত্রশিল্প ও জনমহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তাদের অভিযোগ, মাত্র ২-৩ মিনিটের উপস্থাপনার ভিত্তিতে অনুদান নির্ধারণ, লিখিতভাবে নম্বর দেওয়ার কোনো মানদণ্ড না থাকা এবং বিচারকমণ্ডলীতে প্রশাসনিক কর্মকর্তাদের আধিপত্য পুরো প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংগঠনটি জানিয়েছে, একাধিক কমিটির সদস্য নিজেরাই অনুদান পেয়েছেন বা সরাসরি সংশ্লিষ্ট, যা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করেছে। তারা উল্লেখ করেছে, এটি সরকারি কর্মচারী আচরণবিধি, ১৯৭৯, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং সরকারি ক্রয় আইন, ২০০৬ অনুযায়ী অনৈতিক।
রোডম্যাপ সাত দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে চূড়ান্ত নম্বর প্রকাশ, আপিলের সুযোগ সৃষ্টি, স্বার্থের দ্বন্দ্ব রোধে পৃথক বিধিমালা প্রণয়ন, নম্বর প্রদানের মানদণ্ড স্পষ্টকরণ, চলচ্চিত্র সংশ্লিষ্টদের কমপক্ষে ৭০ শতাংশ উপস্থিতি নিশ্চিত, ২০২৪-২৫ অর্থবছরের প্রাপ্ত নম্বর জনসমক্ষে প্রকাশ এবং কমিটিতে প্রশাসনিক কর্তাদের প্রাধান্য হ্রাস।
সংগঠনটি আরও জানিয়েছে, চলচ্চিত্রশিল্পের টেকসই উন্নয়নের জন্য স্বচ্ছতা ও ন্যায্যতা অপরিহার্য এবং এটি নিশ্চিত না হলে নতুন, প্রতিভাবান নির্মাতাদের জন্য সমান সুযোগ তৈরি হবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।