সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি এমন দাবি করেছে। তবে এসব হামলার কথা ইসরাইল সরকার এখন পর্যন্ত স্বীকার করেনি। এছাড়া সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদমাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করতে পারেনি।
ইরান ইসরাইলের ১২ দিনের সংঘাতে ইসরাইলের বিমানঘাঁটিসহ কমপক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক রাডার চিত্রগুলো বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছেন। তবে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরাইল।
দ্য ডেইলি টেলিগ্রাফ বলছে, ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি রয়েছে।
১২ দিনে ইরান ৪০টিরও বেশি ইসরাইলি অবকাঠামোতে সরাসরি আঘাত করেছে। পাঁচটি সামরিক স্থাপনার পাশাপাশি ইসরাইলের আরও ৩৬টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার তথ্য পাওয়া গেছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে আবাসিক ও শিল্পকাঠামোতেও আঘাত করেছে ইরানের মিসাইল।
দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ বলছে, শুরুর দিকে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হচ্ছিলো ইরান। তবে এক সপ্তাহ পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তখন থেকে প্রতিহত করা কমে গিয়ে বাড়তে থাকে আঘাতের হার। এই প্রতিবেদনের পরও সামরিক ঘাঁটিতে আঘাতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইল।