একটি ক্লিনিকের নিজ চেম্বারে গুলি করে হত্যা করা হয়েছে জনপ্রিয় এক পাঞ্জাবি অভিনেত্রীর বাবাকে। শুক্রবার দুপুরে ভারতের পাঞ্জাবের এক ক্লিনিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
শনিবার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় ওই অভিনেত্রী হলেন তানিয়া। শুক্রবার দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে রোগীর পরিচয়ে তার বাবার চেম্বারে ঢুকে গুলি চালায়। এরপরই তারা সেখান থেকে পালিয়ে যায়।
জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় ডা. অনিলজিৎ কম্বোজ মাটিতে লুটিয়ে পড়লে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক।
পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরেই তিনি অজানা নম্বর থেকে খুনের হুমকি পাচ্ছিলেন। তবে পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কেন এই হামলা, কারা এর পেছনে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তানিয়ার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ মুহূর্তে আমাদের পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ, দয়া করে আমাদের গোপনীয়তা রক্ষা করুন। কোনও গুজব ছড়াবেন না এবং মানবিক হোন। আপনারা পাশে থাকুন, এটাই আমাদের প্রয়োজন।
এ দিকে এই ঘটনার পর তানিয়ার অনুরাগীরা ও পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসক কম্বোজের দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী এবং অভিনেত্রী তানিয়ার সহকর্মীরাও।