ইতিহাস গড়তে চলা বাজেট
‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল প্রযোজনা। বলিউড হাঙ্গামা জানিয়েছে, দুই পর্ব মিলিয়ে সিনেমার বাজেট ১,৬০০ কোটি রুপি! যার মধ্যে প্রথম পর্বে খরচ হয়েছে ৯০০ কোটি, দ্বিতীয় পর্বে ৭০০ কোটি। লক্ষ্য শুধু ভারত নয়—সারা বিশ্বের দর্শকের কাছে পৌরাণিক এই গল্পকে তুলে ধরা।
কারা থাকছেন কোন চরিত্রে?
নীতেশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমায় রামের চরিত্রে আছেন রণবীর কাপুর। রাবণ হচ্ছেন দক্ষিণী তারকা ইয়াশ। সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ হয়েছেন রবি দুবে আর হনুমান হয়েছেন সানি দেওল। সংগীতে আছেন দুই কিংবদন্তি—অস্কারজয়ী হান্স জিমার ও এ আর রহমান।
গ্রাফিকস ও ভিএফএক্সে যুক্ত হয়েছে হলিউডের বড় বড় স্টুডিও, যেন ভারতের রামায়ণ হয়ে উঠতে পারে বিশ্বমানের উপাখ্যান।
লুক আর ভিডিওতেই শোরগোল
সম্প্রতি প্রকাশিত তিন মিনিটের একটি পরিচিতিমূলক ভিডিওতে রণবীর ও ইয়াশের লুক দর্শকদের মুগ্ধ করেছে। পুরো সিনেমা না দেখেই আলোচনা এখন তুঙ্গে। বাকি চরিত্ররা এখনো আড়ালেই, যা বাড়িয়ে দিয়েছে অপেক্ষার রোমাঞ্চ।
রামের জন্য রণবীরের প্রস্তুতি
‘অ্যানিমেল’-এর হিংস্র পুরুষ থেকে রামের শান্ত রূপে নিজেকে গড়ে তুলতে রণবীর কাপুর প্রস্তুতি নিয়েছেন তিন বছর ধরে। ছাড়তে হয়েছে মদ্যপান, বাদ দিতে হয়েছে মাংস খাওয়াও। শুরুতে বিতর্ক থাকলেও তাঁর রাম-রূপ দেখার পর দর্শক বলছেন—রণবীরই আদর্শ রাম।