যশোরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে শিশুসহ তিনজনের শরীর ঝলসে গেছে। গুরুতর আহতাবস্থায় রাত ১১টার দিকে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ওই গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা খাতুন (৪৮), মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর রহমান (৮)। ইয়ানূর স্থানীয় আল আকরা মডেল একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র।
ভুক্তভোগী রিপার চাচা আব্দুর রহমান জানান, স্বামী পরিত্যক্তা রিপা বছর চারেক ধরে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এর মধ্যে পাশের মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের গৃহপরিচারক জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে জসিম বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারলে শিশুসহ তিনজন দগ্ধ হয়।
ভুক্তভোগী রিপা জানান, ঘরের মধ্যে তিনি ছাড়াও বসেছিলেন ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন। জসিমের ছোঁড়া অ্যাসিডে তারা তিনজনই দগ্ধ হন। পরে তাদের চিৎকারে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহতদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ জানান, দগ্ধ তিনজনের মধ্যে শিশু ইয়ানূরের অবস্থা গুরুতর। তার পাসহ বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের শরীরের ছোড়া তরল পদার্থটি অ্যাসিড না অন্য কোন কেমিক্যাল সেটা পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা ও পুরো ঘটনাটি তদন্ত চলছে বলেও জানান তিনি।