কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।
বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহফুজুর রহমান বলেন, ‘গ্রামবাসীরা অভিযোগ এই তিনজন দীর্ঘদিন মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। ঘটনাটি তদন্ত করছি।’