ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার (১ জুলাই) ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কেউ ইলন মাস্কের মতো এত পরিমাণ ভর্তুকি পায়নি।
মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, যদি এই ভর্তুকি তিনি না পেতেন, তাহলে এতদিনে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো।
অন্যদিকে সম্প্রতি আবারও ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ইলন মাস্ক। তিনি মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত ৩-৫ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন এবং এটিকে ‘উন্মাদ ও লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, এই বিল পাস হলে আমি আগামীকালই ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবো। মাস্ক আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে কার্যত একটি দলই কার্যকর- আমি একে বলি ‘পোর্কি পিগ পার্টি’।
তিনি আরও বলেন, যারা এই বিলের পক্ষে ভোট দেবে, তাদের লজ্জিত হওয়া উচিত। যদি কিছু থেকেই থাকে যা আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো, তা হলো এদের প্রাইমারি নির্বাচনে হার নিশ্চিত করা।
এ বক্তব্যের পর এক্স প্ল্যাটফর্মে চালানো এক জরিপে প্রায় ৫.৬ মিলিয়ন মানুষ অংশ নেয়, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ অংশগ্রহণকারী নতুন দল গঠনের পক্ষে মত দেন।
এক সময় ইলন ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক থাকলেও এখন তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। তার ফলশ্রুতিতেই একে অন্যকে নিয়ে করছেন সমালোচনা। দিচ্ছেন নানারকম পোস্ট।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলা অত্যন্ত কঠিন হলেও মাস্কের অর্থ, প্রযুক্তি এবং সামাজিক প্রভাব এ ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। এদিকে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াংয়ের ‘ফরওয়ার্ড পার্টি’ ইতোমধ্যে মাস্কের আহবানে সাড়া দিতে আগ্রহ প্রকাশ করেছে।