এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শাকিব খানকে ঘিরে প্রচলিত বিশেষ ট্যাগ নিয়ে জাহিদ হাসান বলেন, ‘শাকিবের নামের আগে মেগাস্টার শব্দটা কানে লাগে।’ জাহিদ হাসানের মন্তব্যটি ভালোভাবে নেননি শাকিব ভক্তরা। অভিনেতার মন্তব্যের জেরে ফেসবুকে বিভিন্ন গ্রুপে সমালোচনা মেতেছেন শাকিবিয়ানরা। সমালোচনার মধ্যেই ‘মেগাস্টার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন জাহিদ হাসান।
গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘মেগাস্টার’ শব্দচয়ন নিয়ে ইতিবাচকভাবে মন্তব্য করলেও তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।
অভিনেতা বলেন, ‘আমি যেভাবে বলতে চাচ্ছিলাম, সেভাবে হয়তো বুঝাতে পারিনি। আমি চিন্তা করছিলাম যে, নিজেই যখন একটা মানুষ বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন- টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা মেরাডোনা, তাদের নামের আগে কি অন্য কিছু দেওয়ার দরকার আছে?’
জাহিদ হাসান যোগ করেন, ‘তাদের নামের আগে তো কিছু লাগে না। তাদের নামই যথেষ্ট। আমি সেটিই বুঝাতে গিয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি বলতে চাই যে, আমাদেরই তো মানুষ। কাউকে ছোট করে কেউ বড় হবে, সেটা কখনও কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইও না।, পাগল নাকি (হাসতে হাসতে)। আমি নিজেই মানুষটা অনেক ছোট।’
সবশেষে শাকিব ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি তাদের আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারলে শাকিব খান আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বুঝাতে পেরেছি, এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।’
বলে রাখা ভালো, কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। তারকা বহুল এই সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।