বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শাইকিয়া জানিয়েছেন, বেঙ্গালুরুর মতো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করতে চায় বিসিসিআই। তাই সম্ভাব্য সব দিক মাথায় রেখে কিছু নির্দেশনা ঠিক করা হয়েছে। যা মেনে চলতে হবে আইপিএলের দলগুলোকে।
বেঙ্গালুরুর দুর্ঘটনার পর এ ধরনের অনুষ্ঠানে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিসিআই তিন সদস্যের কমিটি গঠন করেছিল। সেই কমিটির সুপারিশ মেনেই তৈরি করা হয়েছে নির্দেশিকা। বিষয়টি চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ১০ দফা নির্দেশনা দেওয়া হতে পারে।
১) ট্রফি জেতার ৩-৪ দিনের মধ্যে কোনও দল বিজয় উৎসব পালন করতে পারবে না।
২) তাড়াহুড়ো করলে এবং যথাযথ পরিকল্পনা না থাকলে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না।
৩) বিজয়ী দলকে বিসিসিআইয়ের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে অনুমতি নিতে হবে।
৪) বোর্ডের আগাম লিখিত অনুমতি ছাড়া এ রকম কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
৫) চার থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬) অনুষ্ঠান স্থল এবং যাতায়াতের পথে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৭) বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত যাত্রাপথ-সহ দলের সব যাত্রাপথে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
৮) বিজয়ী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্যও পর্যাপ্ত নিরাপত্তা রাখতে হবে অনুষ্ঠানের সব অংশে।
৯) জেলা পুলিশ, স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও অনুষ্ঠান করা যাবে না।
১০) আইন মেনে এবং নিরাপদে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সব দফতরকে আগে জানাতে হবে পরিকল্পনার কথা।