বুধবার (২৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শহীদদের গণকবর অরক্ষিত, অশনাক্ত অবস্থায় পড়ে আছে। তারা শহীদদের ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রত্যেকটি গণকবর শনাক্ত, শনাক্ত হওয়ার পর প্রতিটি কবরের উপর শহীদের নাম সংবলিত নামফলক স্থাপন, কবরস্থানের একটি মর্যাদাপূর্ণ নামকরণ, জুলাই ঘোষণাপত্রে গণকবর বিষয়ে স্পষ্ট উল্লেখ করাসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ১ জুলাই থেকে মন্ত্রণালয়ের সামনে লাগাতার অনশন কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়। বক্তারা জানান, শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হতে দেওয়া হবে না।