দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বর্ণের খনি ধসে অন্তত ২৮৯ জন শ্রমিক আটকা পড়েছেন।
রয়টার্সের খবরে দেশটির মাইনিং এবং ধাতু প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিবানইয়ে স্টিলওয়াটারের বরাতে শুক্রবার (২৩ মে) এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।
সিবানিইয়ে স্টিলওয়াটার থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জোহানেসবার্গের ৬০ কিলোমিটার পশ্চিমে ক্লুফ স্বর্ণখনিতে এই দুর্ঘটনা ঘটে। আটকা পড়া ব্যক্তিরা নিরাপদ আছেন এবং ভূগর্ভস্থ একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়েছেন।
বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। তবে, তারা জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের আপাতত খাবার সরবরাহ করছে কর্তৃপক্ষ।
শ্যাফটের দুর্ঘটনা পরবর্তী অবস্থা যাচাই করে নিয়ম অনুযায়ী উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক মুখপাত্র। দ্রুতই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় খনিতে দুর্ঘটনা নতুন কোনো ঘটনা না। প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে। চলতি বছরের শুরুতেও একটি দুর্ঘটনায় ৭৮ জনের মৃত্যু হয়।