এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ বুধবার দুপুরে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।
এর কিছু সময় পর বুধবার দুপুর ২টার দিকে বিএনপিনেতা ইশরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন— নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।
গত ১৪ মে থেকে কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকেরা। মঙ্গলবার তার সমর্থকেরা ঘোষণা দেন, বিএনপিনেতা ইশরাক হোসেনকে বুধবার সকাল ১০টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।