পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার জেরে এক সপ্তাহ স্থগিত ছিল চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা। সেখান থেকে ফিরে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ বাধাগ্রস্ত হচ্ছে। ভেন্যু পরিবর্তন করা হচ্ছে এমনকি আইপিএলের নিয়মেও এসেছে পরিবর্তন।
আইপিএলের গভর্নিং কাউন্সিল মঙ্গলবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান বৈরী আবহাওয়ার প্রেক্ষিতে ম্যাচ শুরুর জন্য অতিরিক্ত সময় বরাদ্দের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। আগে লিগ ম্যাচে যেখানে অতিরিক্ত সময় থাকত সর্বোচ্চ ৬০ মিনিট, সেখানে এখন থেকে প্রতিটি ম্যাচেই ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হবে। শুধু প্লে-অফ নয়, লিগপর্বের ম্যাচগুলোতেও এই নিয়ম কার্যকর হবে ২০ মে থেকে।
বিসিসিআই তাদের বিজ্ঞপ্তিতে জানান, আগাম বর্ষা শুরু এবং দীর্ঘমেয়াদী আইপিএল মৌসুমের কারণে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে। সেই বিবেচনায় ম্যাচ প্লেয়িং কন্ডিশনের সময়সংক্রান্ত ধারা ১৩.৭.৩ শুধুমাত্র ২০২৫ মৌসুমের জন্য সংশোধন করা হয়েছে।
ভেন্যুতেও এসেছে বড় পরিবর্তন কলকাতা থেকে সরে গিয়েছে আইপিএল ফাইনাল। ৩ জুন ফাইনাল হবে আহমেদাবাদে। ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর হবে পাঞ্জাবের মুল্লানপুরের নতুন স্টেডিয়ামে। এই ম্যাচ দু’টি যথাক্রমে ২৯ এবং ৩০ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ মে) আইপিএল কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সামাজিকমাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
প্লে-অফ পর্বের ম্যাচ দু’টি সরে যাওয়ার কারণে এ বছর আইপিএলের আর কোনও ম্যাচ কলকাতায় হবে না। বেঙ্গালুরু থেকেও একটি ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। লিগ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ হবে ২৩ মে লখনৌয়ে। বৃষ্টির সম্ভাবনা থাকায় এই ম্যাচটিও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এ বার আইপিএল শুরুর সময়ে যে সূচি তৈরি হয়েছিল, তাতে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল দেওয়া হয়েছিল ইডেনে। দ্বিতীয় কোয়ালিফায়ারের তারিখ ছিল ২৩ মে। ফাইনাল ২৫ মে। কেকেআর গত বারের চ্যাম্পিয়ন। প্রথা অনুযায়ী উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল আগের বারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে হয়।
ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের মধ্যে দিনের ব্যবধান প্রায় না থাকায় দু’টি ম্যাচ একই মাঠে হয়। সেই হিসেবে ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে হওয়ার কথা ছিল।