কয়েকদিন আগেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। একই সময়ে ভারতের ২০২৫ সালের দশম শ্রেণির সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এক্সামিনেশন) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যা নিয়ে ভারতে চলছে তুমুল আলোচনা।
এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সিবিএসইতে কোহলির ২০০৪ সালের দশম শ্রেণির মার্কশিটের একটি ছবি।
ভাইরাল হওয়া মার্কশিট অনুযায়ী, কোহলি দশম শ্রেণিতে মোট ৬০০ নম্বরের মধ্যে পেয়েছিলেন ৪১৯। ইংরেজি, সমাজবিজ্ঞান আর হিন্দিতে বেশ ভালো নম্বর পেলেও গণিত, বিজ্ঞান আর আইটির নম্বর ছিল তুলনামূলক কম। ইংরেজিতে পেয়েছিলেন ৮৩, সমাজবিজ্ঞানে ৮১ আর হিন্দিতে ৭৫। অন্যদিকে গণিতে মাত্র ৫১, বিজ্ঞান ও টেকনোলজিতে ৫৫ এবং প্রাথমিক তথ্যপ্রযুক্তিতে পেয়েছিলেন ৭৪।
এর আগে ছবিটি প্রথম ভাইরাল হয়েছিল ২০২৩ সালে, আইএএস কর্মকর্তা জিতিন যাদবের শেয়ারের মাধ্যমে। এবার ফের তা উঠে এসেছে আলোচনায়।
এই মার্কশিট শেয়ার করে আইএএস কর্মকর্তা জিতিন যাদব লিখেছিলেন, যদি কেবল নম্বরই সবকিছু নির্ধারণ করত, তাহলে আজ গোটা দেশ তার পাশে থাকত না। সাফল্যের আসল চাবিকাঠি হলো প্যাশন আর ডেডিকেশন।
ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরি ও অর্ধশতক রয়েছে ৩১টি।