বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় ‘রোববার দুপুর ১২টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা সব ধরনের বাণিজ্যিক ও বেসরকারি বিমানের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
ভারতের পক্ষ থেকে তাদের বিমানঘাঁটিতে হামলার অভিযোগ প্রকাশ্যে আসার অব্যবহিত পরেই পাকিস্তান এই জরুরি পদক্ষেপ নিয়েছে।
আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বিমান চলাচল এবং অভ্যন্তরীণ রুটে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের দায়ী করে। এর জবাবে ভারত ৭ মে পাকিস্তানের অভ্যন্তরে ‘অপারেশন সিঁদুর’ নামে বিমান হামলা চালায়, যেখানে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি করে। পাকিস্তান এই হামলার তীব্র নিন্দা জানায় এবং পাল্টা হামলার হুমকি দেয়।
এরপর থেকে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে গোলাগুলি ও ড্রোন হামলার অভিযোগ করে আসছে। পাকিস্তান দাবি করেছে, তারা ৭৭টিরও বেশি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবিও করেছে। যদিও এসব দাবির সত্যতা নিরপেক্ষ ভাবে যাচাই করা যায়নি। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে এসব বিষয়ে তেমন কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
এই ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। চীনের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। চীন বরাবরই ভারত ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে।