প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পূর্ব খাসি পাহাড় জেলার জেলা ম্যাজিস্ট্রেট আরএম কুরবাহ কর্তৃক জারি করা আদেশে বলা হয়েছে, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই রাত্রিকালীন কারফিউ আগামী দুই মাস পর্যন্ত বহাল থাকবে।
এই কারফিউ জারির মূল লক্ষ্য হলো—বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী ব্যক্তিদের চলাচল নিয়ন্ত্রণ করা। একই সঙ্গে, যেকোনো ধরনের অননুমোদিত মিছিল অথবা পাঁচ বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও, লাঠি, রড ও পাথরের মতো অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য জিনিসপত্র বহনও এই আদেশের আওতায় নিষিদ্ধ করা হয়েছে।

এই আদেশের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্ত এবং তৎসংলগ্ন এলাকায় গবাদি পশু, চোরাচালানকৃত পণ্য, সুপারি, পান, শুঁটকি মাছ, বিড়ি, সিগারেট ও চা পাতার মতো অবৈধ ও অবাঞ্ছিত কার্যকলাপ কঠোরভাবে দমন করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে উল্লেখ্য করা হয়েছে।