ভারতের বেসরকারি উড়োজাহাজ চলাচল মন্ত্রণালয়ের বন্ধ ঘোষণা করা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে- চন্ডিগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্তার, কিষেণগড়, পাতিয়ালা, শিমলা, ধরমশালা ও বাথিন্ডার মতো প্রসিদ্ধ বিমানবন্দর। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য বিমানবন্দরগুলো হলো- জয়সালমার, যোধপুর, লেহ, বিকানের, পাঠানকোট, জম্মু, জামনগর ও ভুজ বিমানবন্দর।
ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ ও এর সঙ্গে জড়িত বিমান চলাচল কর্তৃপক্ষগুলো এ সংক্রান্ত বেশকিছু নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে। এসব নোটিশে বলা হয়েছে ৯ মে থেকে ১৫ মে ভোর পর্যন্ত দেশের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকবে।
নোটাম জারির পর এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা ও স্পাইসজেটসহ অন্যান্য বিমান সংস্থাগুলো ভ্রমণ সতর্কতা জারি করেছে। তারা কার্যক্রম বন্ধ হওয়া বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিল করেছে।
ভারতের বেসামরিক উড়োজাহাজ চলাচল মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত থাকায় সার্বিক অবস্থার ওপর ভিত্তি করে বর্তমান বিধিনিষেধ বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।