আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। তবে ২০২৫-২৭ চক্রের ফাইনালটি আয়োজন করতে চাই ভারত। এ জন্য আইসিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রাথমিক আলোচনা শুরু করেছে বিসিসিআই।
এই বিষয়ে প্রথম আলোচনা হয় গত এপ্রিলে জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হওয়া আইসিসির চিফ এক্সিকিউটিভস কমিটির বৈঠকে। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি ফাইনালই অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। ২০২১ সালে সাউদাম্পটনে এবং ২০২৩ সালে ওভালে শিরোপার লড়াই অনুষ্ঠিত হয়েছিল। তাই বিসিসিআই চাইছে ২০২৫-২৭ চক্রের এই মর্যাদাপূর্ণ ফাইনালটি হোক ভারতে।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যদি ভারত ২০২৫-২৭ চক্রের ফাইনালে উঠতে পারে, তাহলে দেশের দর্শকদের জন্য এটি হবে অত্যন্ত রোমাঞ্চকর একটি আয়োজন। তবে ভারত না খেললেও বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী দুই শীর্ষ দলের মধ্যে এমন একটি ফাইনাল ম্যাচ দেখতে আগ্রহী হবে।
তবে এই পরিকল্পনার একটি সম্ভাব্য চ্যালেঞ্জ হতে পারে ভারত ও পাকিস্তানের ফাইনালে মুখোমুখি হওয়া। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থার কারণে এমন পরিস্থিতি তৈরি হলে কিছু জটিলতা দেখা দিতে পারে। বিসিসিআই জানিয়েছে, যদি এমন অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়, তাহলে সে অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জুন থেকে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ২০২৫-২৭ সালের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পথচলা।