শুরুতে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নিলেও পরে একে একে এতে যোগ দেয় আরও কয়েকটি সংগঠন। তাদের মধ্যে রয়েছে আপ বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, কওমী মাদরাসার ছাত্রসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত ও মোহাম্মদ হিযবুল্লাহ। শিবিরের পক্ষে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে ছিলেন শরীফ ওসমান হাদি।
অবস্থানকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ দিনভর বাড়ছে। সংগঠনের ব্যানার ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
এই অবস্থানের কারণে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে সেই এলাকায়।