আজ মঙ্গলবার (৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সোমবার ফিলিস্তিনের গাজা, ইয়েমেন, সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চারটি দেশের মধ্যে ইয়েমেনে ইসরায়েল ৩০টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। সোমবার (৫ মে) ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তাদের বিমানগুলো ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং হোদেইদার পূর্বে অবস্থিত একটি কংক্রিট কারখানায় আঘাত হেনেছে। তেল আবিবের দাবি, এই কারখানাটি হুতি বিদ্রোহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘অর্থনৈতিক সম্পদ’ ও এটি ‘সুরঙ্গ ও সামরিক অবকাঠামো নির্মাণে’ ব্যবহৃত হচ্ছিল।
বিবৃতিতে ইসরায়েল আরও দাবি করেছে যে হুতি বিদ্রোহীরা ইরানের দিকনির্দেশনা ও অর্থায়নে ইসরায়েল এবং তার মিত্রদের ক্ষতি করে আসছে।
অন্যদিকে, গাজা উপত্যকা দখলে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন স্থল অভিযানের মাধ্যমে গাজার ২০ লাখেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।