কুমিল্লার মুরাদনগরে জোর করে রাজনৈতিক মিছিল সমাবেশে ব্যবহারের অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেনে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিএনপির কতিপয় নেতার বিরুদ্ধে মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিল সমাবেশে নেওয়ার অভিযোগ করা হয়। এরই প্রতিবাদে উপজেলার অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।
রোববার মুরাদনগর সদরের আল্লাহু চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
তাদের অভিযোগ, জোরপূর্বক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মিছিল করিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে এমন কাজ করানো হয়েছে।
এমন অভিযোগ এনে বক্তব্য রাখেন, মুরাদনগর কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আমেনা আক্তার।
এ সময় আরও বক্তব্য রাখেন মোসা. রোবাইয়া আক্তার জুনু, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনসহ অনেকে।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, গত ৩১ এপ্রিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের কিছু শিক্ষার্থীকে মিথ্যা তথ্য দিয়ে একটি রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানানো হয়। যা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর।
তারা আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ওই কর্মসূচির সঙ্গে আমাদের কলেজের শিক্ষার্থীদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা ছিল না। আমাদেরকে প্রকৃত ঘটনা গোপন রেখে ভুল তথ্য দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিলো। আমরা শিক্ষার্থী, আমাদের উদ্দেশ্য হল শিক্ষা অর্জন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহৃত হওয়া নয়। তাই, আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি বিনীত অনুরোধ জানাই—শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার থেকে বিরত থাকুন। আমরা চাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হোক রাজনীতিমুক্ত ও নিরাপদ শিক্ষার স্থান।
উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালন আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য উপদেষ্টার বিরুদ্ধে আমাদেরকে ব্যবহার করা হয়েছে।
ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ, বাইড়া আরিফ স্কুল অ্যান্ড কলেজ, চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ, চাপিতলা ফরিদ উদ্দিন সরকার কলেজ, কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজ, মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়, হায়দরাবাদ সামশুল হক কলেজ, শ্রীকাইল সরকারি কলেজ, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কলেজসহ মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এ দিকে শিক্ষার্থীদের ওই বিক্ষোভ সমাবেশের পর পাল্টা আরেকটি সমাবেশ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।