দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা এক লাফে বেড়েছে অনেকটা। মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতের হিসেবে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। এর মধ্যে আজও রাজশাহীতে ১১ জনের মৃত্যু হয়েছে।গতকাল সোমবার মৃত্যুর সংখ্যা ছিল ৩০। অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯,১৬৫ হাজার পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২,৩২২ জন।
শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। গতকাল সোমবার এই হার ছিল ১১.৪৭, শনিবার ১১.৩০, রবিবার ১০.৭৩ এবং শুক্রবার ১০. ৪০। এর এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে মোট ১২ হাজার ৯১৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনের দেহে। এর আগে গত ২৪ এপ্রিল এর থেকে বেশি শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, ২ হাজার ৬৯৭ জন। আর মৃত্যুর সংখ্যায় ৪৪ জন গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।
- ২৪ ঘণ্টায় মৃত্যু : ৪৪
- মোট মৃত্যু: ১২ হাজার ৯১৩
- শনাক্ত : ২,৩২২
- মোট শনাক্ত : ৮ লাখ ১৫ হাজার ২৮২
- নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৯ হাজার ১৬৫
- শনাক্তের হার: ১২.১২ শতাংশ
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ৩৭ জন এবং ৩ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ৪ জনের মৃত্যু হয়েছে বাসায়। মৃতদের মধ্যে ১১ জন ঢাকায় ও রাজশাহীর। ৭ জন চট্টগ্রামে, ৬ জন খুলনার, ৫ জন রংপুরের এবং ২ জন করে সিলেট ও ময়মনসিংহের।
ঢাকা: ১১
রাজশাহী: ১১
চট্টগ্রাম: ৭
খুলনা: ৬
রংপুর: ৫
সিলেট: ২
ময়মনসিংহ: ২
গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ২৭
নারী: ১৭
বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ২৬ জন ষাটোর্ধ্ব, ১০ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৩১-৪০ এর মধ্যে ৪ জনের বয়স। মৃতদের মধ্যে একজনের বয়স ১১-২০ এর মধ্যে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৫৫ হাজার ৩০২।