গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ দারুছছুন্নাহ দাখিল মাদরাসার ওয়াকফ সম্পত্তি ১৬ বছর ধরে দখল করে রেখেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। প্রতিষ্ঠানের জমিটি ফিরিয়ে আনতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
শুক্রবার (২ মে) অভিযোগের এ বিষয়টি গণমাধ্যমের কাছে তুলে ধরেন পেলাইদ দারুছছুন্নাহ দাখিল মাদরাসার দাতা সদস্য জালাল উদ্দিন।
তিনি বলেন, ১৯৭৭ সালে মৃত ইব্রাহীম মুন্সি মাদরাসার জন্য ৮ দশমিক ৭৫ শতাংশ জমি দান ওয়াকফ করে দেন। এরপর থেকে ২০০৯ সাল পর্যন্ত জমিটি ভোগদখল করে প্রতিষ্ঠানটি। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জমিটি দখল করে নেন স্থানীয় শেখ নাজিমউদ্দিন।
তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তিটি বর্তমানে দখল করে আছেন শেখ নাজিমুদ্দিনের ২ ছেলে স্থানীয় মেম্বার কবির শেখ ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম শেখ।
এ বিষয়ে মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. সিরাজ উদ্দিন বলেন, হাল চাষের মাধ্যমে শেখ নাজিমউদ্দিন নিজ জমির সঙ্গে মাদরাসার জন্য ওয়াকফ জমিটি এক করে নেয়। এরপর থেকে বারবার বলার পরও বিভিন্ন টালবাহানা করে মাদরাসার জমিটি মৃত নাজিমুদ্দিনের ছেলে কবির মেম্বার ফিরিয়ে দেননি।
এদিকে অভিযুক্ত কবির মেম্বার বলেন, বাবার রেখে যাওয়া সম্পত্তির ভেতরে যদি কারও জমি থেকে থাকে তাহলে সে জমি আমি অবশ্যই ফিরিয়ে দেব। উপযুক্ত প্রমাণ নিয়ে এলে আমি সঙ্গে সঙ্গেই তা ফিরিয়ে দেব।