অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এজেন্ডা নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভুল ত্রুটি থাকতেই পারে। সেজন্য গাল মন্দ খাচ্ছি, তবুও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।
বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য হবে। বে
সরকারি খাত এগিয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার সব করবে, এই ধারণা থেকে সামনে বাড়তে হবে। যতটুকু পারি চেষ্টা করবো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) দাতা সংস্থাগুলোর কাছে অর্থ চাওয়া হচ্ছে বেসরকারি খাত ও ব্যবসার জন্য, সরকারের জন্য নয়।
এদিকে কর অবকাশ ধারণা থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, রাজস্ব আহরণ বাড়াতে হবে। কর দিলে সমাজ ও দেশের উপকার হবে।