দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মে’র প্রথম সপ্তাহে তাকে দেশে ফিরিয়ে আনতে কাতার দূতাবাসে যোগাযোগ করেছে বিএনপি। জানা গেছে, সম্ভাব্য তারিখ হিসেবে মে’র তিন তারিখ যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশে রওনা হবে সাবেক এই প্রধানমন্ত্রী। একাধিক সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরবেন।
গেলো সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত বড়ো ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার মা বেগম জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
সাত বছর পর ছেলেকে কাছে পেয়ে আপ্লুত হন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর গেলো চার মাস ধরে লন্ডন ক্লিনিক ও তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন বেগম জিয়া।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। সূত্র বলছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এরই মধ্যে এয়ার এম্বুলেন্সে করে তাকে ফিরিয়ে আনতে কাতার দূতাবাসেও যোগাযোগ করেছে বিএনপি। একাধিক সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরবেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়েদা রহমানও। সঙ্গে থাকবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও
মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপে জানিয়েছেন, বিএনপির আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করার কাজ করছে মন্ত্রণালয়।